শারীরিক সম্পর্কের ইচ্ছা বাড়িয়ে তুলে যেসব খাবার

শারীরিক সম্পর্কের ইচ্ছা বাড়িয়ে তুলে যেসব খাবার
MostPlay

বিবাহিত জীবনকে আরও সুন্দর এবং সুখী করতে চাইলে শা’রীরিক সম্পর্কের কোন বিকল্প নেই। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌ’ন জীবন। অথচ প্রায়ই দেখা যায় যৌ’ন সমস্যার কারনে সংসারে অশান্তি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে।এবার আসুন জেনে নিই, শা’রীরিক সম্পর্কের ইচ্ছা বাড়াবে যেসব খাবার…দুধঃ প্রতিদিন একগ্লাস দুধ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদিতে বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে যেটা শা’রীরিক সম্পর্কের ইচ্ছা বাড়ায়।ডিমঃ পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছেডিমের নাম।–

ডিম শা’রীরিক সম্পর্কের চাহিদা বাড়াতে ভূমিকা রাখে। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ থাকে যা হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে।কলাঃ অনীহা দূর করে শা’রীরিক সম্পর্কের ইচ্ছা বাড়াতে প্রতিদিন অন্তত একটি করে কলা খান। কলায় প্রচুর পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি এবং ব্রুমাইল্ড এনজাইম থাকে। এইসব উপাদান শা’রীরিক চাহিদার আসক্তি বাড়ায়।বাদামঃ প্রতিদিন একমুঠো করে বাদাম খাওয়ার অভ্যাস করুন। বাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটিই কমে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password