সীমান্তে পেঁয়াজে পচন ১০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

সীমান্তে পেঁয়াজে পচন ১০ কোটি টাকা ক্ষতির শঙ্কা
MostPlay

ভারত থেকে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় সীমান্তে আটকা পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পেঁয়াজ। যার প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য ১০ লাখ টাকা। টানা কয়েক দিন আটকা থাকায় এখন সেগুলো পচনের মুখে পড়েছে।

ভাবে আর কয়েকদিন থাকলে সবগুলো পেঁয়াজই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে মোটা অংকের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ এগুলো দেশে প্রবেশ করবে তা এখন পর্যন্ত কেউ বলতে পারছে না।

এ বিষয়ে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ করেই রপ্তানি বন্ধের নির্দেশ দেয় ভারত। কিন্তু তার আগেই ১৬৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করা ছিল। সেগুলোর ডকুমেন্টও পাশ করা হয়েছে।

তিনি বলেন, পূর্বের এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো তারা ছেড়ে দেবে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। তাছাড়া ভারতের পেঁয়াজ রপ্তানি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান ন্যাপেট পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে। ৩০০ ডলারের পরিবর্তে প্রতি টন পেয়াজের রপ্তানি মূল্য এখন ৭০০ ডলার।

আটকে থাকা প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য ১০ লাখ টাকা জানিয়ে মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভারতের ঘোজাডাঙা সীমান্তে ট্রাকগুলোতে থাকা পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। ইতোমধ্যে অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, আর আগামী রোববার বা সোমবারের মধ্যে এগুলো দেশে না ঢুকলে পেঁয়াজ খাওয়ার আর উপযুক্ত থাকবে না। এতে প্রতি ট্রাকে ব্যবসায়ীদের ৫-৬ লাখ টাকা করে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৯ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

মন্তব্যসমূহ (০)


Lost Password