চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলমের বিরুদ্বে মিথ‍্যা অভিযোগ।

চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলমের বিরুদ্বে মিথ‍্যা অভিযোগ।
MostPlay

গত ০৬ই মে চুনতি অভয়ারন‍্য রেঞ্জ এর অধীন চুনতি বন বিটে পাচটি সেগুন গাছ কাটা যায়।গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ অফিসার খবর পেয়ে সাথে সাথে বিট অফিসার ফরিদ উদ্দিনকে জানান। জানানোর পর যথাক্রমে ৬ এবং ৭ তারিখ অতিবাহিত হওয়ার পরও তিনি গাছের সন্ধান করে গাছ জব্দ করেননি। উল্টো জানা যায় রেঞ্জ  কর্মকর্তাকে গালাগালী করেন।  

অনুসন্ধানে জানা যায় ০৮.০৫.২০২০ ইং উপায়ুত্তর না পেয়ে রেঞ্জ অফিসার নিজেই গাছ জব্দ করেন এবং বিট অফিসে যান। বিট অফিসে যাওয়ার পর মোঃ ফরিদ উদ্দিন উগ্রতার সহিত হাতে লাঠি নিয়ে মারাত্মক  ভাবে সম্মুকে আসেন।একপর্যায়ে অন‍্যন‍্য কর্মচারীগন ফরিদ মিয়াকে শান্ত হওয়ার জন‍্য বলেন। এমতাবস্থায় রেন্জ অফিসার অন‍্যন‍্য স্টাফদের সামনে নোট বুকে পাতা চিহ্নিত করে  রেঞ্জ কার্য‍্যলয়ে চলে আসেন।

খবর নিয়ে যায়-রেঞ্জ  কর্মকর্তা মঞ্জুর আলম চার্জ নেওয়ার পর থেকে স্হানীয়ভাবে অনেক অন‍্যায়জনিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় একটা পক্ষ। তাই  সরকারি কাজে বাধা দিচ্ছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করছে ফরিদ উদ্দিনকে সাথে নিয়ে। মঞ্জুর আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের অফিসিয়াল নিয়মের বাহিরে কোন কাজ বা কথা হয়নি  এবং বিষয়টির বিভাগীয় তদন্তের দাবী করেন তিনি।মোঃ ফরিদ উদ্দিনকে মুঠোফুনে পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password