চাকরি দেয়ার নামে প্রতারণা ভুয়া শিক্ষা সচিব রিমান্ডে

চাকরি দেয়ার নামে প্রতারণা ভুয়া শিক্ষা সচিব রিমান্ডে
MostPlay

চাকরির দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ভুয়া শিক্ষা সচিব মোস্তাফিজুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।বুধবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দক্ষিণখান থানার মামলায় আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মোস্তাফিজুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আসামি মোস্তাফিজুর রহমান নিজেকে শিক্ষা সচিব পরিচয় দিয়ে দামি গাড়ি বহর এবং পিএস নিয়ে এলাকায় গিয়ে পরিচয় প্রতিষ্ঠা করে প্রতারণা করেছে। এছাড়া বিমানবন্দরের থার্ড টার্মিনালে শ্রমিক নিয়োগের নামেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। এ ঘটনায় রাজধানী দক্ষিণখান থানাসহ বিভিন্ন থানায় মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password