ক্ষুদ্র প্রচেষ্টা নামক চ্যারিটেবল প্রোগ্রাম করছে ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।

ক্ষুদ্র প্রচেষ্টা নামক চ্যারিটেবল প্রোগ্রাম করছে  ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।
MostPlay

নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।নারায়ণগঞ্জের অনেক তরুণ তরুণীদের মন জয় করে নিয়েছে এই ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জ স্থান নামে ফেসবুকে পেইজটি।

রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও ক্ষুদ্র প্রচেষ্টা নামক চ্যারিটেবল পোগ্রাম  করছে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান। প্রায় ৬শত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ১ সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরনের কর্যক্রম শুরু করেছেন তারা। সোমবার রাতে  ইসদাইর এলাকায় বেশকিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন মেহেরাব হোসেন  অপু ।

এই বিষয় এডমিন মেহেরাব হোসেন অপু বলেন , ২০১১ সাল থেকে শুরু হয়েছে ক্ষুদ্র প্রচেষ্টা নাম এই পোগ্রামটি তারই ধারাবাহিকতায় এই বছর ও আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি তবে করোনার কারনে গত বছর থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার কার্যক্রমে কিছুটা ভিন্নতা এনেছি, এই বছর ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে এক বেলার আহার নামে একটি প্রজেক্ট চলছে এডমিন প্যানেল ও ভলেন্টিয়ারদের মাধ্যমে পরিচালনা করা হয়েছে যেখানে প্রথম রমজান থেকে প্রতিদিন প্রায় ১৫০ জন ভাসমান মানুষ ও সুবিধা বঞ্চিত বাচ্চাদের মাঝে  ইফতার বিতরণ করা হয়েছে। এখনো এই কার্যক্রম চলমান রয়েছে যা চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত। পাশাপাশি রমজানের শুরু দিকে ১৫টি পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী পৌছিয়ে দেয়া হয়েছে একজনকে চিকিৎসাবাবদ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং ৩শত বাচ্চাদের মাঝে নতুন টি-শার্ট বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান আমাদের এই বিতরণ কার্যক্রম নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় পরিচালনা করা হবে এডমিন প্যানেলের সদস্য ও ভলেন্টিয়ারদের মাধ্যমে।

এই বিষয় গ্রুপ ক্রিয়েটর ও এডমিন আরেফিন রওশন রিদয় বলেন , গ্রুপ এর প্রান শক্তি মেম্বাররা আর সেই মেম্বারদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আমরা বিভিন্নভাবে কাজ করছি এই বছর। ২০২০ সালে করোনা মহামারী আকার ধারন করার পর থেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে  প্রথম বারের মতো  এক বেলা আহার নামে  কার্যক্রম শুরু করি এবং নিম্নবৃত্ত ও নিম্ন মধ্যবৃত্ত পরিবারের মাঝে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী পৌছিয়ে দেই গত বছর একবেলার আহার প্রজেক্ট ছিলে পুরো ৫মাস চলমান। সেই সুবাদে এই বছরও একই ভাবে প্রথম রমজান থেকে এক বেলার আহার প্রজেক্ট শুরু হয়েছে যা চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত এবং ৬শত পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য বিতরণ চলছে । আমি ধন্যবাদ জানাই যাদের আর্থিকভাবে সহযোগিতায় ক্ষুদ্র প্রচেষ্টাকে আক্ষরিক অর্থে ক্ষুদ্র না রেখে বৃহৎ আকারে করতে পারছি এবং আমি আরো ধন্যবাদ ভলেন্টিয়ারদেরকে তাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password