গ্যাস ফিল্ডে বিস্ফোরণ আগুন নিয়ন্ত্রণে

গ্যাস ফিল্ডে বিস্ফোরণ আগুন নিয়ন্ত্রণে
MostPlay

বিস্ফোরণে গোটা প্লান্টে আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও তা সম্পূর্ণ নেভেনি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।জানা গেছে, গুজরাটের সুরাটে রয়েছে ভারতের অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) বিশাল প্লান্ট। এই প্লান্ট থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে তেল ও গ্যাস পাঠানো হয়।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিবাগত ভোররাত ৩টার দিকে আচমকাই ওই প্লান্টে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পর পর আরো দুটি বিস্ফোরণ হয়। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকেও তা শোনা যায়। ফলে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ।

অন্যদিকে, বিস্ফোরণের পরই দাউ দাউ করে জ্বলতে থাকে প্লান্টটি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত তা পুরোপুরি নেভেনি।ওএনজিসি কর্তৃপক্ষ বলছে, মুম্বাই থেকে একটি গ্যাসের পাইপলাইন এসেছে, সেটায় সমস্যা দেখা দেওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের ঘটনা দিনের বেলা ঘটলে অনেক মানুষের প্রাণহানির শঙ্কা ছিল। কারণ দিনের বেলা বহু মানুষ প্লান্টে কাজ করে। রাত হওয়ায় সামনে কেউ ছিল না।তবে ভয়াবহ বিস্ফোরণে কারণে প্লান্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সঠিক কোনো হিসাব তারা বলতে পারেননি।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password