প্রবাসী শিল্পী কৌশলী ইমা এবার করোনা ভাইরাস সম্পর্কে গান গাইলেন (ভিডিও)

প্রবাসী শিল্পী কৌশলী ইমা এবার করোনা ভাইরাস সম্পর্কে গান গাইলেন (ভিডিও)
MostPlay

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে এবার গান গাইলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীত শিল্পী কৌশলী ইমা। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। করোনাভাইরাস নিয়ে তার গানের কথা এরকম- বাঁচতে চাইরে বাঁচতে চাই, কেমন করে বাঁচবো ভাই, করোনাতে মরছে মানুষ, বাঁচার উপায় নাই। গানটি  বাংলা ভাষাভাষী মানুষদের কিছুটা হলে আনন্দ ও বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন কৌশলী ইমা।

সঙ্গীতশিল্পী কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। রাজনীতির নামে নেতানেত্রীদের ভণ্ডামি, রাজাকারদের বিচারের দাবি, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখসহ নানা সমকালীন বিষয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।

মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে।

তিনি ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তার বৈচিত্র্যময় গানের সংকলন নিয়ে আমলনামা ডটকম, মাটির মানুষ ও জেন্টেলম্যান নামে ৩টি অ্যালবাম বের হয়েছে। তরুণ প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন

মন্তব্যসমূহ (০)


Lost Password