ভাস্কর্য আমার বাবার হলেও টেনেহিঁচড়ে ফেলে দেবো: বাবুনগরী

ভাস্কর্য আমার বাবার হলেও টেনেহিঁচড়ে ফেলে দেবো: বাবুনগরী
MostPlay

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমি কোনও নেতার নাম বলবো না। দলের নাম বলবো না। আমি শরিয়তের মাসালা বলতেছি। শরিয়তে ভাস্কর্য নেই। যদি কোথাও কোনও ভাস্কর্য হয়, সেটা যে দলই করুক। সেটি যদি আমারও বাবার হয়, আমি টেনেহিঁচড়ে ফেলে দেবো।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন।হেফাজতে আমীর বলেন, প্রধানমন্ত্রীর ঘাড়ের ওপর নাস্তিকেরা বসে আছে। আমার আশঙ্কা লাগতেছে তারাই আপনার ক্ষতি করবে। তারাই আপনাকে মেরে ফেলবে।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অন্তর থেকে ভালোবাসি৷জুনায়েদ বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মদিনা সনদে দেশ চলবে। আমরাও তাই চাই। কিন্তু, মদিনা সনদে তো ভাস্কর্যের কোনও উল্লেখ নেই। মদিনা সনদে দেশ চললে ইসলামবিরোধী কোনও কাজ হতে পারে না।

এরপর রাত পৌনে আটটার দিকে জুনায়েদ বাবুনগরীর বক্তব্য শেষ হলে কুরআন মাহফিল সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password