১৬০ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিল ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব

১৬০ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিল ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব
MostPlay

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য সারাদেশে এখনও লকডাউন চলছে। লকডাউনের কারণে নিম্ন আয়ের লোকেরা অনেক কষ্টে দিন যাপন করছে। এর মধ্যে চলে এসেছে ঈদ। নিম্ন আয়ের মানুষ দিশেহারা প্রায়। বিগত দিনের মতো এবার ঈদেও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে নারায়ণগঞ্জের এনায়েতনগরের ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব। এবারের রোজার ঈদে ১৬০ পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দিয়েছে ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব। উপহার নেওয়ার সময় কেউ যাতে অস্বস্তিবোধ না করে সে জন্য তারা নিম্ন আয়ের মানুষদের ঘরের দরজার সামনে উপহার দিয়ে এসেছে।

উপহারের মধ্যে ছিল সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, পোলাউর চাল ১ কেজি, তেল ৫০০ এম এল, দুধ ৫০০ এম এল, গরম মশলা, কিশমিশ। উপহার দেয়ার পাশাপাশি তারা দুইজন মাদ্রাসা ছাত্রের পড়ালেখায় সাহায্য ও তাদের জন্য জামা কাপড় কিনে দিয়েছে। এছাড়া এক কিডনি রোগীর চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছে সমাজসেবা মুলক এই সংগঠনটি।

ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের এডমিন প্যানেলের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সজিব বলেন, “ আমরা ঈদের সময় নিম্ন আয়ের মানুষের সাথে কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদের হাসি’ নামক ফান্ড তৈরি করি। এই ফান্ডে সবাই যে যার মতো করে অবদান রেখেছেন। যার ফলেই আমরা ১৬০টি পরিবারকে কিছু সামান্য উপহার দিতে পেরেছি। ক্রেডিট পুরোপুরি গ্রুপের এডমিন প্যানেল, গ্রুপের সকল সদস্য এবং প্রাবসী ভাইদের। তারা সহযোগীতা না করলে আমরা এতো দুর আসতে পারতাম না”।

ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “ভবিষ্যতে ঈদের হাসি কল্যান ফান্ডের মতো আমরা চেষ্ঠা করবো প্রতি বছর একটি পরিবারকে সচ্ছল করার যাতে পরবর্তীতে সেই পরিবার যাকাত দিতে পারে। আপনাদের মাধ্যমে সমাজের বিত্তশালীদের আহবান জানাচ্ছি উনারাও যেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাজগুলো আরো সহজ করে দেন”।  

ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাবের ফাউন্ডার রফিকুল ইসলাম রুবেল ছাড়াও এডমিন প্যানেলে কাজ করছেন সাইফুল ইসলাম সজিব, আসিফ সিদ্দিকী জনি এবং হাবিবুর রহমান আকাশ। ফেসবুক গ্রুপটির মডারেটর হিসেবে কাজ করছেন ফরহাদ ও পাবেল। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন  আনিসুর রহমান বাবু, ইমরান মল্লিক, সুমন মল্লিক, আরাফাত, দুলাল ও আরাফাত।

মন্তব্যসমূহ (০)


Lost Password