কাশ্মীর সীমান্তে পাকিস্তানের নৈরাজ্য বন্ধের দাবি

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের নৈরাজ্য বন্ধের দাবি
MostPlay

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেম জম্মু কাশ্মীরের বেশ কয়েকজন মানবাধিকার কর্মী। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি সেমিনারে তারা এই দাবি জানান।

সেমিনার শেষে মানবাধিকার কর্মীরা কাশ্মীরে অবস্থিতি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল ভারত ও পাকিস্তান অফিসের উদ্দেশ্য একটি মিছিল নিয়ে যান। সেখানে তারা সীমান্তে পাকিস্তানের নৈরাজ্য এবং জঙ্গিবাদে দেশটির সমর্থনের কথা জানিয়ে একটি স্মারক লিপি পেশ করেন। মিছিলের জম্মু কাশ্মীর ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট জুনায়েদ জাভিদ মির এবং মানবাধিকার কর্মী সাজিদ ইউসুফ শাহসহ আরো বেশ কয়েকজন মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক কর্মী উপস্থিত ছিলেন ।

স্মারক লিপিতে বলা হয়, আমরা চাই পাকিস্তান সন্ত্রাস তৈরির কারখানা বন্ধ করুক। আমরা আরো চাই যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কারণ দেশটি ঘোষণা করেছে যে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি আসবে না। তাদের স্পষ্টভাবে জানা এটা জেনে রাখ উচিৎ যে পাকিস্তানের প্রতি কাশ্মীরিদের কোনো আগ্রহ নেই।

জানা গেছে, কাশ্মীরে অবস্থিত জাতিসংঘ অফিসেও এই স্মারক লিপির একটি কপি পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password