ফেসবুকে মানহানিকর পোস্ট, সিলেটে যুবক গ্রেপ্তার

ফেসবুকে মানহানিকর পোস্ট, সিলেটে যুবক গ্রেপ্তার
MostPlay

সিলেট প্রতিনিধিঃ- সিলেট নগরের আখালিয়া থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্যবসায়ীর মামলায় আজমল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্যবসায়ীর মামলায় তাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) সকালে নগরের আখালিয়াস্থ তপোবন এলাকার বাসা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজমল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভরাটুকা গ্রামের মো. ইব্রাহীম আলরীর ছেলে।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের মদিনা মার্কেটের ব্যবসায়ী সাকুরা জাপানিজ লেঙ্গুয়েজ অ্যাকাডেমি সিলেটের চেয়ারম্যান এবং গ্লোবাল স্টাডি কাউন্সিলিং বিডি এর স্বত্বাধীকারী মো. ইয়াহইয়া বেগ বাদি হয়ে আজমল আলী এবং আজমল আলীর বড় ভাই সমর আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, আজমল আলী তার ফেইসবুক আইডি ‌আলী রাহাত ও সমর আলীর ফেইসবুক আইডি সমর রেজা এসআরএস ব্যবহার করে বিভিন্ন তারিখে ও সময়ে ব্যবসায়ী মো. ইয়াহইয়া বেগ ও তার বড় ভাই সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান শিবলী বেগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর পোস্ট করেন।

মামলার বাদী মো. ইয়াহইয়া বেগ বলেন, আসামীরা আমার ব্যক্তিগত ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফেসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে। আমার বড় ভাই দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগসহ আমাদের পরিবারকে সমাজে হেয় করছে। তাই আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।

এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার ভুক্ত মামলার আসামী আজমল আলীকে শনিবার বিকেলে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password