পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া শ্রমিকের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া শ্রমিকের মৃত্যু
MostPlay

রংপুরের মাহিগঞ্জ এলাকার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় মহির উদ্দিন (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

মামলার বাদী আলেয়া বেগম জানান, অভিযুক্তরা তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।মৃত্যু বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান জানান, ফিড মিলের মেশিন পরিষ্কার করার সময় পূর্বের ঘটনার জেরে মহির উদ্দিন নামের এক বৃদ্ধের পায়ুপথে হাওয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় রশিদুল ও তার এক সহযোগী। এ ঘটনায় মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

সার্জারি ওয়ার্ডের কর্মরত সহযোগী অধ্যাপক আনোয়ারুল হোসেন জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিডনি নষ্ট হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে চিকিৎসারত অবস্থায় অসুস্থ শ্রমিক মহির উদ্দিনের মৃত্যুর বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। আরপিএমপির মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, জমজম ফিড মিলের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অসুস্থ মহির উদ্দিন নামে ওই মিল শ্রমিকের রংপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এটি দুষ্টুমি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password