নওগাঁর মিনি কক্সবাজার হাঁসাইগাড়ী বিলে ঈদের ৩য় দিনেও মানুষের উপচে পড়া ভিড়

নওগাঁর মিনি কক্সবাজার হাঁসাইগাড়ী বিলে ঈদের ৩য় দিনেও মানুষের উপচে পড়া ভিড়
MostPlay

করোনা মহামারী এবং সংক্রমণ রোধে ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে প্রায় সকল বিনোদনকেন্দ্র গুলোও এখনো বন্ধ আছে।

বৈশ্বিক এই মহামারিতে যখন সবকিছু থমকে দাঁড়িয়েছিলো ঠিক তারই মাঝে এসেছিলো মুসলিম জাতির ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, করোনা আতঙ্কের মধ্য দিয়ে সার বিশ্বের মুসলিম জাতি, আমাদের বাঙ্গালি জাতি পার করে এই উৎসব।

ঠিক এই মুহুর্তে ত্যাগের মহিমায় আসে মুসলিম জাতির আরেক বৃহত্তম উৎসব “পবিত্র ঈদুল ফিতর”..

লকডাউনে এখনো করোনা আতঙ্ক কাটেনি কিন্ত আমাদের এ দেশের মানুষজন দের আর আগের মত স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছেনা; ঈদের ঘুরাঘুরি তে কখনো কখনো মাস্ক না পড়ায়, স্বাস্থ্যবিধি না মানায় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কয়েকজনকে জরিমানা করতে দেখা গেছে কিন্ত বিনোদন পিপাসু মানুষ এসব কোন ভীতিই মানছেনা।

এমনি একটা এলাকা রাজশাহী বিভাগের অন্তর্গত বৃহত্তম নওগাঁ জেলার সদর থানার ৮নং হাঁসাইগাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে রয়েছে বিশাল এক দীর্ঘকায় ঐতিহ্যবাহী বিল “গুটার বিল” আর এই বিলের মাঝ দিয়ে তৎকালীন সাংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক মরহুম জননেতা আব্দুল জলিল এর তত্ত্বাবধানে নির্মিত স্বপ্নের মত এই গভীর বিলের মাঝখানে কাটখইর-নওগাঁ মেইনরোড,

বিলের পাশে থাকা গ্রামের নামানুসারে বর্তমানে এই বিলের নাম হয় “হাসাইগাড়ি বিল”

গুগল লোকেশন বা ফেসবুক চেক ইন এ সুনামজনক জায়গা করে নিয়েছি এই স্থান।

শীত (ইরি) মৌসুমে এই বিলে ফলে সোনালি ধান আর বর্ষা মৌসুমে এই বিল থাকে নওগাঁ জেলার প্রধান বিনোদন কেন্দ্র তে।

শুধু ঈদেই নয়, মুক্ত বাতাস এর খোঁজে, প্রকৃতির সাথে সাড়া দিতে প্রতিদিন ই আসে বিনোদন পিপাসু হাজারো মানুষ।

প্রতি ঈদের দুই/তিন সপ্তাহ ধরে প্রতিদিন স্থানীয় আশেপাশের এলাকা আর নওগাঁ পৌরসভার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে প্রায় দশ হাজারের কত মানুষ আসা যাওয়া করে এই বিল; ছোট-বড় সব ধরনের নৌকা দেখা যায় এই বিলে, ঘন্টা বা নির্দিষ্ট সময়ের জন্য পরিবার নিয়ে ঘুরা যায় বিশাল এই বিলে, প্রতিবছর চলে বাঙ্গালীর ঐতিহ্যবাহী “নৌকাবাইচ” প্রতিযোগিতা;

শুধু বিনোদন ই নয়, এই রোড দিয়ে বিভিন্ন নিত্যপণ্য পরিবহন এর পাশাপাশি সাথে নওগাঁর সাথে সহজ যোগাযোগ এই এলাকাসহ পাশের বিভিন্ন এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করে দিচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password