মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, ৪ জন টেটাবিদ্ধসহ আহত ৮

মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, ৪ জন টেটাবিদ্ধসহ আহত ৮
MostPlay

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার ভোর ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় জহির এবং নুরহোসেনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে সকাল সাড়ে ৯টায় দু’গ্রুপের সমর্থক চান্দেরচর গ্রামের ইস্রাফিল এবং কামিজুদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চান্দেরচরের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত হয় ৮ জন। 

টেটাবিদ্ধরা হলেন, চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাদর মিয়া (৫২), হাবিব ধেন্দার ছেলে আখির ধেন্দা (৩২), কান্দু মিয়ার ছেলে নিলু মিয়া (৫৫), রফিকুল ইসলামের ছেলে মৃদুল মিয়া (৩৪)। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মৃদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোর ৬ টায় কয়রাখোলা এলাকায় জহির এবং নুরহোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯ টার সময় চান্দ্রের চর গ্রামে জহির এবং নুরহোসেনের সমর্থক ইস্রাফিল ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। বর্তমানে কয়রাখোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।  

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, আমি নিজেও ঘটনাস্থলে আছি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password