করোনা মোকাবেলার ওষুধ দেবে না চীন

করোনা মোকাবেলার ওষুধ দেবে না চীন
MostPlay

করোনার ভয়াবহ তান্ডবে কাঁপছে পুরোবিশ্ব। জনমনে ব্যাপক আতঙ্ক ও ভী’তি তৈরি হয়েছে এ দেশেও। আর প্রাণঘাতী এ করোনা নিয়ে প্রতিদিনই চলছে কাদা ছোড়াছুড়ি।

করোনা মোকেবেলায় এবার যুক্তরাষ্ট্রকে কোন ধরণের ওষুধ দেবে না বলে হুশিয়ারি দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যু’দ্ধের জের ধরেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। চীনা গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের বেশিরভাগ সরবরাহ করত চীন। চীনা বাণিজ্য বিভাগের দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্র আইবুপ্রোফেন ৯৫%, হাইড্রোকার্টিসন ৯১%, এসিটামিনোফন ৭০%,পেনিসিলিন ৪০% থেকে ৪৫% এবং হেপারিন ৪০% আমদানি করে চীন থৈকে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে অ্যান্টিবায়োটিকের ৮০% সরবরাহ করা হয় চীন থেকে। চীনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে আবারো ওষুধ উৎপাদনের জন্য তাগিদ দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এর আগ গেলো দু দশক ধরে চীনে ও অন্যান্য দেশে ওষুধ রপ্তানী করা হত যুক্তরাষ্ট্র থেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password