অশ্রুসিক্ত ঈদ উদযাপন, ফরিয়াদ করোনা মুক্তির

অশ্রুসিক্ত ঈদ উদযাপন, ফরিয়াদ করোনা মুক্তির
MostPlay

পৃথিবী ভালো নেই। ভালো নেই এই সুন্দর পৃথিবীর মানুষেরা। সারা পৃথিবীজুড়ে বইছে হাহাকার। বেঁচে থাকার লড়াইয়ে আজ তারা হাঁপিয়ে উঠেছে সর্বত্র। সারা পৃথিবীতে করোনার থাবা। অন্য দিকে মুসলিমদেরর প্রতি নির্যাতন।  ফিলিস্তিনে ইসরাইলি হামলা। অসহায় মানুষের আর্তনাদ।  বাড়ির পাশে ভারতে রীতিমতো মৃত্যুর মিছিল। বাংলাদেশে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে শঙ্কা কাটছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত যে কোনো সময় আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীও ঢেউয়ে না জানি কত আপনজনকে হারাতে হয়।

এই করুন পরিস্থিতিতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজও পড়তে হচ্ছে নানা নিয়মের মধ্যে। মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে বলা হয়েছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে করমর্দন, কোলাকুলি না করার পরামর্শ দেয়া হয়েছে।

করোনার কারণে কয়েক দফায় লডডাউনে অফিস-আদালত, কলকারখানা, ব্যবসা-প্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ থাকায় মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে অর্থ ও খাবার সংকটে থাকা পরিবারগুলোর জন্য ঈদ এসেছে বিষাদ হয়ে। যদিও ব্যক্তিগত উদ্যোগে দেশের ধনী ব্যক্তি, বিভিন্ন সংস্থা ও সরকারের পক্ষ থেকে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে তা ছিল অপর্যাপ্ত।

ব্যবসা বাণিজ্যের মন্দার কারণে এবার জাকাতের ত্রাণ-কাপড় বিতরণ ছিল কম। রাজনৈতিক নেতারা এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করলেও এবার বেশিরভাগ নেতাই গ্রামে যাননি। নিরানন্দের সময়ে এসেছে আনন্দের ঈদ। সর্বত্র অনিশ্চয়তা। তবুও আশায় মানুষ। এই পরিস্থিতি একসময় কেটে যাবে। পৃথিবী সহসাই করোনামুক্ত হবে। সে প্রার্থনাই করছেন মানুষ। হয়তোবা রাত কেটে যাবে, প্রভাতে আলোয় আলোকিত হবে এই ধরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password