ফেসবুক ও ইউটিউবকে সরানোর অনুরোধ বিটিআরসির

ফেসবুক ও ইউটিউবকে সরানোর অনুরোধ বিটিআরসির
MostPlay

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরায় প্রচারিত আধেয় বা কনটেন্ট সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতিমধ্যে ফেসবুক ও ইউটিউবকে অনুরোধ করেছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সংস্থাটির জনসংযোগ বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। হাইকোর্ট আজ বুধবার আল–জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি দেশ-বিদেশে ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগামাধ্যম থেকে অপসারণে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বুধবার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ নির্দেশ বিটিআরসিকে বাস্তবায়ন করতে বলেছেন।

এর পরিপ্রেক্ষিতেই ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করল বিটিআরসি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিডিটাইপকে বলেন, আমরা ফেসবুক ও ইউটিউবের কাছে মেইল পাঠিয়েছি যেন বাংলাদেশকে নিয়ে আলজাজিরার কনটেন্টটি সরিয়ে নেয়। আশা করছি, তারা আদালতের নির্দেশনাকে সম্মান জানাবে। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অবশ্য বিটিআরসির এই অনুরোধ ইউটিউব ও ফেসবুক শুনবে কি না, তা নিশ্চিত নয়। বাংলাদেশে ফেসবুক একটি জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। তাদের কাছে বিষয়টি নিয়ে বিডিটাইপ পক্ষ থেকে ফেসবুকের বক্তব্য চাওয়া হয়। জনসংযোগ প্রতিষ্ঠানটি ফেসবুকের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলেছে, ফেসবুক এখনো অনুরোধটি পায়নি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশের বিষয়ে ফেসবুক বলেছে, বিষয়টি তারা গণমাধ্যমের খবরের মাধ্যমে জেনেছে। বিটিআরসির কাছ থেকে হাইকোর্টের নির্দেশ–সংবলিত কোনো কিছু সন্ধ্যা পর্যন্ত পায়নি।

বিটিআরসি কবে ফেসবুক ও ইউটিউবকে অনুরোধ করেছে, তা জানা যায়নি। সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিডিটাইপকে বলেন, সম্প্রতি তাঁরা ফেসবুককে কর্তৃপক্ষের নির্দেশে অনুরোধটি জানিয়েছেন। বাংলাদেশে একটি নির্দিষ্ট কনটেন্ট দেখানো বন্ধ করা যায় কি না— জানতে চাইলে সুব্রত রায় মৈত্র বলেন, টেলিযোগাযোগ অধিদপ্তর সব কনটেন্ট বন্ধ করতে পারে না। কোনো একটি নির্দিষ্ট কনটেন্ট বন্ধ সম্ভব কি না, তা যাচাই করে দেখতে হবে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password