কবিগুরু রবিঠাকুরের জন্মদিন আজ

কবিগুরু রবিঠাকুরের জন্মদিন আজ
MostPlay

আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন। বাংলা ১২৬৮ সনের এমনই দিনে কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মমগ্রহণ করেন কবিগুরু। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখা ও তাঁর লেখা যুগান্তকারী কবিতা ও গানে ঐশ্বর্যমন্ডিত হয়েছে বাংলার রূপ-রঙ ও প্রকৃতি। আরো জানিয়ে গেছেন বাঙালির জীবনবোধ, আবেগ, আকাঙ্খা ও প্রত্যয়।

জগৎ জীবনের বহু সংকটে তিনি ছিলেন পরম ভরসা। নানান দুর্যোগকালে তার লেখনী দিয়েছিলো শক্তি ও সাহস।

সূর্যকিরণের মতোই তাঁর আবির্ভাব বাংলা সাহিত্যে। আলোর পথ দেখিয়েছের বাংলার সাহিত্য ও জনজীবনকে। কবিতা ছিলো কবিগুরুর সবচেয়ে বড় হাতিয়ার। তার লেখা ৫২টি কাব্যগ্রন্থে নানান ছন্দে প্রকাশ পেয়েছে বাংলা ও জনগণের আদি-অন্ত,  রূপ-রঙ ও অনুভূতি। আর এখনো বাঙালি মুগ্ধ হয়ে থাকে তাঁর পরম ভালোবাসা ও যত্নে লেখা প্রায় ২০০০ গানের বিশাল ভান্ডারের কলোরবে।

বর্তমানে নিদারুণ দুর্দিন গ্রাস করেছে এ পৃথিবীকে। মহামারীর প্রকোপে স্বজনহারা মানুষের দহন হয়তো ভাষা ফিরে পাবে তাঁর লেখনী মাঝে। এ লড়াই জয়ের ভরসা পাবে বাংলার মানুষ। তাঁর লেখনী দিয়েছে সেই শক্তি, সাহস ও ধৈর্যের যোগান।

কবিগুরুর কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিত্রাঙ্কনের সৃষ্টিশীলতা শুধুই লেখনী নয় তা গড়ে গেছে এই সমাজের জনজীবন ও মূল্যবোধ। নতুন করে যেন ভালোবাসতে ও হাসতে শিখিয়েছেন এ মানবজাতিকে। বিশ্বজুরে ছড়িয়ে গেছেন শান্তির বার্তা। তাই এ বাংলা ও বাঙালি যতদিন রবে আমাদেরই মাঝে বেঁচে রবে কবিগুরু রবিঠাকুর।

 

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।।
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে।

 

সম্পাদনায়:

সুমাইতা লাইছা বুশরা, 

বিডিটাইপ নিউজ,ঢাকা

মন্তব্যসমূহ (০)


Lost Password