দুই ডোজ টিকা নেয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে

দুই ডোজ টিকা নেয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে
MostPlay

দুই ডোজ নেয়ার পরই করোনার টিকা কার্যকরী হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দুই ডোজ নেয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য দুই সপ্তাহ লেগে যেতে পারে। সেই সময় পর্যন্ত সতর্ক থাকার কথা বলেছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনাভাইরাসের টিকা নেয়ার কারণে কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু করোনাভাইরাসের দুটি ডোজ শেষ হওয়ার পরেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরও দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password