পোল্যান্ডে পিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শ্যুটার

পোল্যান্ডে পিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শ্যুটার
MostPlay

পোল্যান্ডের পোলিশ ওপেন ক্যালিবার প্রতিযোগিতায় এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শ্যুটার শাকিল আহমেদ। ফাইনালে ক্যারিয়ার সেরা ২৪০ দশমিক ১ স্কোর করেও স্বর্ণ না জেতায় আক্ষেপ আছে। তবে, এই পারফরমেন্সের ধার বাড়িয়ে, টোকিও অলিম্পিকে খেলার সুযোগ করে নিতে চান কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী এই শ্যুটার।

মহামারীর চোখ রাঙ্গানীর মাঝেও প্রবাহমান দেশের শ্যুটিংয়ের গতি। নতুন অ্যাডহক কমিটি হবার পর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অংশ নিচ্ছে বিভিন্ন অনলাইন শ্যুটিং চ্যাম্পিয়নশিপে। সেই ধারাবাহিকতায় নিজেদের পরখ করে নিতে পোল্যান্ডের পোলিশ ওপেন ক্যালিবার প্রতিযোগিতায় এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের শ্যুটার শাকিল আহমেদ। অংশ নিয়েই চমক। বাঘা বাঘা সব শ্যুটারকে টপকে জয় করেছেন রৌপ্য।

দ্বিতীয় হলেও প্রথম হওয়া আজারবাইজানের লুনেভ রুসলান থেকে স্কোরের পার্থক্য ছিল মাত্র ১.৬। শাকিলের স্কোর ২৪০.১। আর লুনেভ রুসলানের ২৪১. ৭। বোঝাই যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দীতা হয়েছে। আর একটু হলেই ধরে ফেলছিলেন লুনেভকে। তবে করোনার মাঝেই যা প্রস্তুতি নিয়েছেন। এই পারফরমেন্সে ধার বাড়াতে চান এসএ গেমসে স্বর্ণজয়ী এই শ্যুটার।

বাংলাদেশের শ্যুটার শাকিল আহমেদ বলেন, 'সামনে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টে যাতে আমরা ভাল কিছু করতে পারি। আমাদের নেক্সট টার্গেট অলিম্পিক গেমস। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে অলিম্পিক গেমসে ভাল কিছু করার। আমাদের ধারাবাহিকতাটা থাকবে, ইনশাল্লাহ। নেক্সট কম্পিটিশনে আমরা চেষ্টা করব দেশকে আরও ভাল কিছু দেওয়ার।'

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আরেকটি রেকর্ড করেছেন শাকিল। ক্যারিয়ারে প্রথমবারের মত ফাইনালে এত স্কোর করলেন। তবুও জিততে পারলেন না স্বর্ণ। সামনে তাই অলিম্পিকের আগে কঠোর অনুশীলন করে নিজের পারফরমেন্সকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়।

এর আগে চলতি মাসেই ইন্দোনেশিয়া ওপেনে রুপা জিতেছিলেন শাকিল। এরপর সিঙ্গাপুর ওপেনে চতুর্থ হন কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী এই অ্যাথলিট।

মন্তব্যসমূহ (০)


Lost Password