আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ
MostPlay

আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুই ম্যাচ। এই সিরিজের ফলাফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উপর কোন প্রভাব পরবেনা। কারণ ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিষ্ট নির্ধারীত হয়ে গেছে। আগামী জুনে ইংল্যান্ডে নিউজিল্যান্ড ও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মাঠে নামবে। তারপরেও এই সিরিজ দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। কেননা সাম্প্রতিক সময়ে দুই দলই খারাপ সময় পার করছে। দুই দলই চাইবে এই সিরিজে ভাল কিছু করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে।

যদিও কাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে এগিয়ে থাকবে স্বাগতিক শ্রীলঙ্কা। দুই দলের টেস্ট পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ২০০১ সালে এবং সর্বশেষ ২০১৭ সালে নিজেদের মধ্যে শেষ টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। এরপর থেকে দুই দল পরস্পরের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে  ২০টি। মুখোমুখি ২০ টেস্টের মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১৬টি ম্যাচ, বাংলাদেশের ঝুলিতে জয় ১টি এবং ড্র হয়েছে ৩টি ম্যাচ। যেখানে শ্রীলঙ্কার মাটিতে দুই দলের মুখোমুখি ১২ টেস্টের মধ্যে শ্রীলঙ্কার জয় ১০টিতে। বাংলাদেশ যে একটি টেস্ট জয় লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেটি শ্রীলঙ্কার মাটিতে। অপর টেস্ট ম্যাচটি অমিমাংসিত ভেবে শেষ হয়েছে। তাই কাল বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা বেশ এগিয়ে থেকি মাঠে নামবে তা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক যে পারফরম্যান্স তাতে জয়ের আশা করা একটু বাড়াবাড়িই মনে হয়। সর্বশেষ টেস্ট সিরিজে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে আমরা পেরে উঠিনি। প্রথম টেস্টে ৩৯৫ রানের বিশাল লক্ষ দিয়ে প্রতিপক্ষকে আটকাতে পারিনি। আবার দ্বিতীয় টেস্টে মাঝারি মানের ২৩১ রানের লক্ষ তাড়া করতে পারেনি। এছাড়া গত নিউজিল্যান্ড সফরে টি-টুয়েন্টি ম্যাচে আমরা ১০ ওভার ব্যাট করতে পারি নাই। তাই এই টেস্ট সিরিজ আমাদের খেলোয়াড়দের অনেক কিছু প্রমান দেয়ার সিরিজ। আগামিকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য নিজেদের ভালভাবেই ঝালাই করে নিয়েছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছে প্রায় সবাই। এখন দেখার পালা মুল খেলায় কতটুকু পারফর্ম করতে পারে তারা।

এদিকে কালকের ম্যাচ উপলক্ষে স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি। চমক হিসেবে পেসার শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন মুল স্কোয়াডে। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী শরিফুলের। বামহাতি এই পেসার তিনটি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২ উইকেট। এবার সাদা পোশাকেও নিজেকে মেলে ধরার অপেক্ষায়।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং শরিফুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password