লকডাউনের মাঝেই চলবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

লকডাউনের মাঝেই চলবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
MostPlay

এপ্রিলের শুরুতেই মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। দেশে করোনা পরিস্থীতি খারাপ হয়ে যাওয়ার ফলে মাসব্যাপি লকোডাউনে চলে যায় সবকিছু। লকডাউনের কারণে লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় হয়। তবে এর মাঝে জানা গেল আগামী ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়াবে। যদিও দেশে লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ লকডাউনের মাঝেই ফুটবলারদের মাঠে নামতে হচ্ছে।

মঙ্গলবার লিগের ফিরতি পর্ব শুরু করা নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, “৩০ এপ্রিল লিগ শুরু হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল লিগের সূচি দেওয়া হবে। এই বিষয়ে সেদিনই বিস্তারিত আমরা বলতে পারবো”।  ১৩ দলের লিগে প্রথম পর্বে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। শেখ জামাল রয়েছে দ্বিতীয় স্থানে ২৬ পয়েন্ট নিয়ে। আর আবাহনী ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password