জাতিসংঘের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জাতিসংঘের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
MostPlay

গতকাল রোববার ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের পক্ষে তিনি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুকে নিয়ে নিরাপত্তা পরিষদ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান ।

অন্যদিকে, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানে ওআইসিকে (ইসলামিক সহযোগিতা সংস্থা) দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এ ছাড়া জাতিসংঘে ওআইসি গ্রুপের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, বৈঠকে তাকে বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানান ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব পিস ইনিশিয়েটিভ, জাতিসংঘ রেজুলেশন এবং কোয়ার্টার রোড ম্যাপ মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত, আল-কুদস ও আল শরীফকে নিরাপত্তা এবং দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরো বলেন, এমন কোনো অজুহাত থাকতে পারে না, যা নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করে। বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় হতাহতের বিষয়ে দুঃখ ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে মানবতার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় গত এক সপ্তাহে ১৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৫২ শিশু রয়েছে। এ ছাড়া ১ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password