দেশকে মহামারির দিকে নেওয়ার অপচেষ্টা চলছে: আমির হোসেন আমু

দেশকে মহামারির দিকে নেওয়ার অপচেষ্টা চলছে: আমির হোসেন আমু
MostPlay

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, করোনা সংকটকালে স্কুল-কলেজ খুলে দেওয়ার উস্কানি দিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে একটি ভয়াবহ মহামারির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা কেবল ছাত্রসমাজেরই নয়, দেশ ও জাতিরও শত্রু।

বুধবার ১৪ দল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আমু এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশ করোনা সংকট থেকে উত্তরণের পথে রয়েছে। সব প্রতিকূলতা উপেক্ষা করে তিনি দেশকে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে এগিয়ে নিচ্ছেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছেন। তারই দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবিলা করে স্কুল-কলেজ খুলে দেওয়ার মতো পরিবেশও সৃষ্টি হচ্ছে। ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন ইস্যুতে উস্কানি দিচ্ছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, পায়ের নিচে মাটি না থাকলে আন্তর্জাতিক বলয়ের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় ভিত কাঁপানো যায় না। আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষা প্রতিষ্ঠার আন্দোলন ছিল না। এটা আত্মনিয়ন্ত্রণ, গণতান্ত্রিক অধিকার এবং জাতিসত্ত্বা প্রতিষ্ঠার আন্দোলনও ছিল।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আলজাজিরার অপপ্রচারসহ নানাভাবে না পেরে এখন কিছু চিহ্নিত ব্যক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আদালতসহ সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের মধ্য দিয়ে ভাষার প্রতি মর্যাদা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেন, চলমান ষড়যন্ত্র শুধু সরকারের বিরুদ্ধে নয়, একটি জাতিকে ধ্বংসের জন্য। সুশাসন নিশ্চিত করে জাতিকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা দরকার।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদ আলী খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ

মন্তব্যসমূহ (০)


Lost Password