কুমিল্লায় আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে হামলা গুলি, আহত ২০

কুমিল্লায় আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে হামলা গুলি, আহত ২০
MostPlay

কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রচারের শেষ দিনে আওয়ামী লীগের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থিত লোকজন এ ঘটনার জন্য আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি গ্রুপ ও তার চাচা বিএনপির মনোনীত প্রার্থী এ এফ এম তারেক মুন্সীর লোকজনকে দায়ী করেন। তবে স্থানীয় এমপি সাংবাদিকদের নিকট এ অভিযোগ অস্বীকার করেন।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ছিল প্রচারের শেষ দিন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে মিছিল বের করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ওই মিছিলে হামলা চালালে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে অনেকটা রণক্ষেত্র হয়ে পড়ে উপজেলা সদর এলাকা। ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ফয়েজ মালী ও সাহাব উদ্দিন নামে দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে অপর আহতদের পরিচয় জানা যায়নি। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছিল।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, মিছিলে হামলা ও গুলির ঘটনায় বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় দুই নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন দলের স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। ধারাবাহিক হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে শঙ্কায় আছেন সাধারণ ভোটাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password