ইসরায়েলে রকেট হামলা চালালো লেবানন

ইসরায়েলে রকেট হামলা চালালো লেবানন
MostPlay

ফিলিস্তিনের গাজায় বোমা হামলার প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালাল লেবানন। এর আগে হামাস ইসরায়েলে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল।

খবরে ওঠে এসেছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত তিনদিনে জরুরিভিত্তিতে নয় হাজার বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে তারা ।

সোমবার থেকেই উত্তপ্ত ইসরাইল ও ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধ এবার অনেক বড় রূপ ধারণ করতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password