আলোর স্বল্পতা শেষে আবার শেষ সেশনের খেলা শুরু

আলোর স্বল্পতা শেষে আবার শেষ সেশনের খেলা শুরু
MostPlay

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথম টেস্টেও দ্বিতীয় দিনের শেষে খেলা বন্ধ হয়েছিল আলোক স্বল্পতার কারণে। প্রথম টেস্টের মতো শেষ টেস্টের দ্বিতীয় দিনেও আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে খেলা বেশিক্ষন বন্ধ থাকেনি খেলা। আলোক স্বল্পতা কাটিয়ে আবার শুরু হয়েছে শেষ সেশনের খেলা।

খেলা বন্ধ হওয়ার আগে অবশ্য শ্রীলঙ্কাকে চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা।  বৃহস্পতিবার শেষ টেস্টের প্রথম দিনে সারাদিন বোলিং করে মাত্র ১ উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ দল বিপরীতে শ্রীলঙ্কা তুলে নিয়েছিল ২৯১ রান। তবে আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিনের প্রথম দুই সেশনে তুলে নিয়েছে ৫টি উইকেট।  প্রথম দিনে সেঞ্চুরী তুলে নেয়া লাহিরু থিরিমানেকে (১৪০) সাজঘরে ফেরত পাঠিয়ে শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। দ্বিতীয় দিনের আধঘন্টার মধ্যেই বাংলাদেশ দল তুলে নিয়েছে ৩ উইকেট। দ্বিতীয় সেশনে তুলে নিয়েছে আরও ২ উইকেট। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন একাই তুলে নিয়েছেন ৩ উইকেট।

চা বিরতির পর দ্বিতীয় ওভারের প্রথম বলে ডিকবেলার বিরুদ্ধে তা্ইজুল ইসলাম কট বিহাইন্ডের আপিল করেন। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে রিভিউ নেন লঙ্কান ব্যাটসম্যান। আল্ট্রা এজে বল তার ব্যাটে নয়, ফ্রন্ট প্যাডে লাগতে দেখা গেছে। রিভিউয়ে উইকেট বাঁচান ডিকবেলা। তাতে হতাশ হতে হয় তাইজুলকে। এরপরেই আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ  ১৫১ ওভারে ৬ উইকেটে ৪৪৬ রান শ্রীলঙ্কার। ডিকওয়ালা ৫১* ও রমেশ মেন্ডিস ১২* রানে ব্যাট করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password