মহানবীকে কটূক্তিকারী আটক

মহানবীকে কটূক্তিকারী আটক
MostPlay

ঝালকাঠির রাজাপুরে হযরত মুহম্মদ (সাঃ)-কে কটূক্তির ঘটনায় আব্দুল শুক্কুর ওরফে পান শুক্কুরকে (৫২) আটক করেছে রাজাপুর থানা পুলিশ।

রবিবার রাতে উপজেলার কেওতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল শুক্কুর ওই এলাকার মৃত মকরুব আলীর পুত্র। এ ঘটনায় আজ সোমবার দুপুরে শুক্কুরকে আসামি করে স্থানীয় মোঃ দুলাল হাওলাদার এর স্ত্রী মোসাঃ জেসমিন বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৫)।

স্থানীয় মাহবুবুর রহমান, জহিরুল ইসলাম, মাসুদুর রহমান মিলন, নাসির উদ্দিন হাওলাদার জানায়, শুক্কুরের সাথে তার চাচা শ্বশুর মোঃ আমজেদ আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় রবিবার (৬ জুলাই) রাতে শুক্কুর তার চাচা শ্বশুর আমজেদের বাড়ি যায় এবং জমিজমা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যয় আমজেদ নবীজির নামে শপথ করে বলেন, সে যদি শুক্কুরকে জমিজমার অধিকার থেকে বঞ্চিত করে তবে নবী যেন তাকে সাফায়েত না করে। এ কথা শুনে শুক্কুর নবীজিকে কটূক্তি করে নবীজির মাকে তুলে গালি দেয়।

এ সময় আমজেদের ঘরের পাশেই সুলতান মার্কেটের দোকানে বসে থাকা স্থানীয় লোকজন বাড়ির মধ্যে গিয়ে প্রতিবাদ জানায় ও শুক্কুরকে আটক করে রাখে। পরে তারা রাতেই কটূক্তিকারীর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। খরব পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করে এবং পরিস্থিতি শান্ত রাখতে শুক্কুরকে আটক করে থানায় নিয়ে আসে। আজ সোমবার দুপুরে শুক্কুরকে আসামি করে মামলা রুজু করা হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, নবীজিকে কটূক্তিকারী শুক্কুরকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। তাকে ঝালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password