টেক্সটাইল মিল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা

টেক্সটাইল মিল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা
MostPlay

বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিল চালু এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। বরিশাল সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ রবিবার এক সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে।  

নগরীর সদর রোডের আর্য্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, করোনার কারণ দেখিয়ে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ রেখেছে মালিক পক্ষ। এই সময় তাদের বেতন ভাতাও বন্ধ রাখা হয়েছে। এ কারণে কারখানার ৭ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ নিয়ে তারা এর আগে আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন নজর দেয়নি। 

তাই বাধ্য হয়ে আগামীকাল সকাল ১০টায় নগরীর রূপাতলীতে অবস্থিত কারখারনার সামনে অবস্থান এবং সকাল ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি গাজী মো. বেল¬াল হোসেন ও কোষাধ্যক্ষ মো. মোশারেফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password