টরন্টোয় ভাষা সৌধ নির্মাণে অর্থপাচারকারীদের জড়িত থাকার অভিযোগ

টরন্টোয় ভাষা সৌধ নির্মাণে অর্থপাচারকারীদের জড়িত থাকার অভিযোগ
MostPlay

বাংলাদেশ থেকে অর্থপাচারকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে কানাডাভিত্তিক অর্থপাচার ও লুটেরাবিরোধী আন্দোলন- 'লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’ সংগঠন।  

সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে কানাডার টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাষা সৌধ নির্মাণে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ করা হয়। 

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাষা সৌধ নির্মাণের দায়িত্বে থাকা 'অর্গানইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (আইএমএলডি ইনক)’-এর সঙ্গে কতিপয় ব্যক্তি যুক্ত আছেন, যাদের বিরুদ্ধে বাংলাদেশের এক বা একাধিক ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। 

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগ তদন্ত করছে বলেও পত্রিকায় খবর বেরিয়েছে। আইএমএলডির মতো একটি সংগঠনে তাদের অন্তর্ভুক্তি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করছি টরন্টোসহ বিশ্বের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কোনোভাবেই অর্থপাচারকারী এবং লুটেরাদের অন্তর্ভুক্ত করা না হয় এবং তাদের কাছ থেকে কোনো আথির্ক সাহায্য না নেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password