কলকাতার পরাজয়ের পর সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ঝড়

কলকাতার পরাজয়ের পর সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ঝড়
MostPlay

হায়দ্রাবাদের বিপক্ষে জয় দিয়ে আইপিএলের ১৪ তম আসর শুরু করা কলকাতা নাইট রাইর্ডাস পরের দুই ম্যাচ হেরে গিয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে রয়েছে। কলকাতার হয়ে তিন ম্যচেই কলকাতার প্রথম একাদশে ছিলেন বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বিশেষ করে শেষ ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। খেলোয়াড়দের জীবনটাই আসলে এরকম।

ভালো খেললে দর্শকরা তাকে তাকে মাথায় উঠিয়ে নাচতে যেমন দেরি করেনা তেমনি খারাপ সময়ে তাকে আছড়ে ফেলতেও দেরি করেনা। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিব করেছেন ২৫ বলে ২৬ রান এবং বল হাতে দুই ওভার বল করে দিয়েছেন ২৪ রান। সেই ম্যাচে কলকাতাও হেরে গেছে ৩৮ রানে। যেখানে জয়ের জন্য ওভার ১০ রানের বেশি প্রয়োজন সেখানে সাকিবের ২৫ বলে ২৬ রানের ইনিংসটি দৃষ্টিকটু। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন দেশসেরা এই ক্রিকেটার।

সত্যিকার অর্থেই আইপিএলের মতো বড় আসরে এরকম পারফরম্যান্স খুব হতাশ জনক। প্রশ্ন হচ্ছে প্রথম তিন ম্যাচে দুই কলকাতার দুই হারের দায় কি শুধু সাকিবের? প্রতি ম্যাচে বিদেশি কোটায় চারজন করে বিদেশি খেলোয়াড় সুযোগ পায়। তাই একটি দলের পারফরম্যান্সে বিদেশি খেলোয়াড়দের গুরুত্বও অনেক। একটু দেখা নেয়া যাক কলকাতার বিদেশি খেলোয়াড়দের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স।

কলকাতার অধিনায়ক মরগান তিন ম্যাচে করেছেন ৩৩ বলে ৩৮ রান। ব্যাটিং গড় ১২.৬৬ এবং স্ট্রাইক রেট ১১৫ এর কাছাকাছি। ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল করেছেন তিন ম্যাচে ৪০ বলে ৪৫ রান। তার ব্যাটিং গড় ১৫ এবং এবং স্ট্রাইক রেট ১১২। বল হাতে রাসেল তিন ম্যাচে ১২.১৪ ইকোনমি রেটে নিয়েছেন মোট ৬ উইকেট। অজি বোলার কামিন্স তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট এবং তার ইকোনমি রেট ৭.৩৩। কামিন্স তিন ম্যাচে করেছেন ৬ রান। এই তিনজনের বিপরীতে সাকিব আল হাসান ১২.৬৬ গড়ে তিন ম্যাচে মোট রান করেছেন ৩৮ এবং তার স্ট্রাইক রেট ৯৮ এর কাছাকাছি। বল হাতে ৮.১ ইকোনমি রেটে নিয়েছেন ২ উইকেট।

পরিসংখ্যান বিবেচনা করলে দেখা যায় কলকাতার একাদশে যে চারজন বিদেশি খেলোয়াড় খেলছেন এখন পর্যন্ত তাদের কারও পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়। কলকাতার প্রথম তিন ম্যাচে দুই হারের দ্বায় তাদের উপরও বর্তায়। তাহলে কেন শুধু সাকিব আল হাসান কে নিয়েই এত সমালোচনা। হ্যাঁ আইপিএলে প্রতি দলের রিজার্ভ বেঞ্চ অনেক বড় তাই পারফরম্যান্স না করলে একাদশের জায়গা ছেড়ে দিতে হবে। সেটা শুধু সাকিব আল হাসান নয় সবার ক্ষেত্রেই বিবেচ্য নয় কি?

মন্তব্যসমূহ (০)


Lost Password