দেশ ছেড়ে চলে যাওয়ার পর আনভিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলো আদালত

দেশ ছেড়ে চলে যাওয়ার  পর আনভিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলো আদালত
MostPlay

গুলশানের একটি ফ্ল্যাটে মুশারাত জাহান মুনিয়া(২১) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা নিয়ে বেশ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির বাড়ি কুমিল্লা। ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সায়েম সোবহান আনভীর। 

পুলিশ প্রশাসন থেকে পাওয়া তথ্যমতে, মেয়েটি গুলশানের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। সেই বাসার ভাড়া ১লাখ টাকা। সেখানে নিয়মিত যাতায়াত করতেন সায়েম সোবহান আনভীর। গতকাল রাত ঘটনা জানাজানি হবার পরে মুশারাতের বড় বোন নুসরাত জাহান কুমিল্লা থেকে ঢাকায় আসেন। তিনি অভিযোগ করেন, তার বোন মুশারাত তাকে ফোন দিয়ে জানায় সে অনেক বড় বিপদে পড়েছে। যেকোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। ফোন পেয়ে তিনি ঢাকায় আসেন, অতঃপর এসে দেখেন বাসার দরজা ভিতর থেকে আটকানো। দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করতেই মুসারাতের ঝুলন্ত লাশ দেখতে পান।

রাতেই তিনি বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামী করে মামলা করেন। রাতে সংবাদটা জানাজানি হলে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হয় এটা নিয়ে। শোরগোল উঠে সোবহানকে গ্রেফতার করার বিষয়েও।

আজ বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালত সায়েম সোবহান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে খবর আসে, সায়েম সোবহান চৌধুরী গতকাল রাতেই দেশ ত্যাগ করেছেন। 

বিয়য়টি নিশ্চিত করে বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে, গতকাল সোমবার রাত ৭.১০ মিনিটে একটি কার্গো বিমানের ফ্লাইট ঢাকা ত্যাগ করেন সায়েম সোবহান আনভীর। পুলিশ গতকাল রাতেই মুনিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password