১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
MostPlay

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

এরআগে, মঙ্গলবার রাত ১টা ৪৩ মিনিটে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত একটার দিকে পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে।

এ সময় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়ার পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password