বান্দরবানে ইয়াবা আনতে গিয়ে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানে ইয়াবা আনতে গিয়ে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক নিহত
MostPlay

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইব্রাহীম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুমঘুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর সৈয়দ আলমের ছেলে।

রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসবে এমন সংবাদে সেখানে টহল জোরদার করা হয়।

এ সময় কিছু লোক আসতে দেখে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এতে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবি সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password