নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
MostPlay

আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না- ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার বিকেলে সিলেট কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন ছাত্রলীগ নেতা কিশোর জাহার সৌরভ।

সৌরভ জানান, নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারেন না, মন্তব্য করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এ ধরণের উসকানিমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে জানান, নুরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। তা আমলে নেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হবে। এর আগে গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই।

প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা। একই ঘটনায় শনিবার ঢাকার শাহবাগ থানায় নুরের বিরুদ্ধে আরেকটি মামলা করেন এক যুবলীগ নেতা।

মন্তব্যসমূহ (০)


Lost Password