পাবজি খেলতে না পেরে আত্মহত্যা করে ২১ বছরের যুবক

পাবজি খেলতে না পেরে আত্মহত্যা করে ২১ বছরের যুবক
MostPlay

পাবজি খেলতে না পেরে আত্মহত্যা ছাত্রের। তাঁর মা জানিয়েছেন, কেন্দ্র এই গেমটি নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই ছেলে অবসাদে ভুগতে থাকেন। নিষেধাজ্ঞা জারি হওয়ার দু’‌দিনের মাথাতেই আত্মঘাতী হলেন ২১ বছরের যুবক। প্রথম ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিমবঙ্গের পূর্ব লালপুর এলাকায়। আইটিআইয়ের ছাত্র ২১ বছরের যুবক প্রীতম হালদার প্রতিদিন রাতে পাবজি খেলতেন। নেশায় বুঁদ হয়ে ছিলেন, জানালেন তাঁর মা।

সকালে ছেলে জলখাবার খেয়েছেন। তারপর নিজের ঘরে চলে গিয়েছেন। দুপুরে খাবার খেতে ডাকতে গিয়ে দেখেন দরজা বন্ধ। বেশ খানিক্ষণ ধরে ডাকাডাকি করেও কোনও সাড়া নেই দেখে প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙতে হয়। ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। মায়ের ধারণা, তাঁর এই সিদ্ধান্তের পেছনে পাবজি খেলতে না পারাটাই আসল কারণ।এছাড়াও নিষেধাজ্ঞা জারি করার কিছুদিন আগে আমেদাবাদে এমনই এক ঘটনা ঘটে। ছেলের পাবজি উন্মাদনায় বিরক্ত হয়ে বাবা ফোন কেড়ে নিলে ছেলে জীবাণুনাশক খেয়ে আত্মহত্যা করেন।   

২ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ নং ধারায় পাবজি মোবাইল গেম সহ ১১৮টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তথ্য চুরির বহু অভিযোগ জমা পড়েছে সম্প্রতি। তাতে জানানো হয়েছে, প্লে–স্টোর এবং অ্যাপেল স্টোরে এমন বহু অ্যাপ আছে, যেগুলি ব্যবহারকারীর তথ্য চুরি করে ভারতের বাইরে পাচার করছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম দপ্তরও ওই অ্যাপগুলি বাতিলে সায় দিয়েছে, বলছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

পাবজি গেমের সম্পর্কে বলা হয়েছে, ‘‌দেশের সার্বভৌমত্ব, একতা, প্রতিরক্ষা, সুরক্ষা এবং দেশের পক্ষে বিপজ্জনক।’‌ রিপোর্ট বলছে, দেশে প্রায় ৩.‌৩ কোটির বেশি মানুষ পাবজি খেলেন। ভারত সহ দক্ষিণ এশিয় অঞ্চলে পাবজি–র ফ্যানবেস ব্যাপক। বর্তমান সময়ে জনপ্রিয় গেমস–এর মধ্যে অন্যতম পাবজি। সমীক্ষার রিপোর্ট বলে, দেশের প্রায় তিন কোটি যুবক এই গেমের নেশায় বুঁদ! উল্লেখ্য, পাবজির জন্য উন্মাদনা ক্ষতিকর পর্যায়ে পৌঁছে যাওয়ায় গত মাসে পাকিস্তান এই অ্যাপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password