ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ৯ সংগঠনের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ৯ সংগঠনের
MostPlay

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে দেশের ৯টি সংগঠন। একই সঙ্গে তারা এ আইনে গ্রেফতার খুলনার পাটকল নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তিরও দাবি জানিয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায়- বাসদ (মার্কসবাদী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম), জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাসদ (মাহবুব) ও কমিউনিস্ট ইউনিয়ন।

যৌথ বিবৃতিতে সংগঠনগুলো খুলনার পাটকল নেতা রুহুল আমিনকে গ্রেফতার এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাদের মতে, বর্তমান সরকার জনগণের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সর্বত্র সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানায়।

বিবৃতিতে প্রতিবাদ জানান বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত ও কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালি।

মন্তব্যসমূহ (০)


Lost Password