আশুলিয়ায় ৮ জুয়াড়ি আটক

আশুলিয়ায় ৮ জুয়াড়ি আটক
MostPlay

আশুলিয়ায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

আটকরা হলেন- মৃত মানিক খলিফার ছেলে মো. আজিজুল (৩৮), মৃত নজরুল ইসলামের ছেলে আ. রশিদ (৩৯), মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. হাসান আলী ওরফে জুলহাস (৩৯), মৃত আজিমউদ্দিনের ছেলে মো. ভুট্টু সরকার (৪৪), মো. মোজা মিয়ার ছেলে মো. রফিক মিয়া (৩৬), মৃত মজিদ মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম (৪০), মো. সোহরাব হোসেনের ছেলে মো. শাহ আলম (৪৮), মৃত বশিরের ছেলে মো. কামরুল সরদার (৪২)।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ায় একটি চক্র নিয়মিত জুয়াড় আসর বসাচ্ছে। পরে সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার চার সেট প্লেয়িং কার্ড, ৯টি মোবাইল সেট, ৪৪ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ত কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটককৃতরা জুয়া খেলায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password