রাতে সড়কে ঝরলো আরো ৮ প্রাণ

রাতে সড়কে ঝরলো আরো ৮ প্রাণ
MostPlay

শুক্রবার সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত সড়কে ঝরেছে আরও ৮ প্রাণ। নিহতদের মধ্যে সাতক্ষীরায় ২, কক্সবাজারের চকরিয়ায় ২, খুলনায় ২ কিশোরগঞ্জে ১, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ রয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের রিপোর্টে- সাতক্ষীরা প্রতিনিধি জানান, ট্রাকের নিচে পড়ে  দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত  সাড়ে তিনটার  খুলনা সাতক্ষীরা সড়কের শহরের বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

ওদিকে স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের কালিয়াচাপড়া বাজার এলাকায় পিকআপভ্যানের চাপায় শুভ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কালিয়াচাপড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাদিখান প্রতিনিধি জানান,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত এক গাড়ির চাপায় কানিজ ফাতেমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া প্রতিনিধি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বেপরোয়া পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের সঙ্গী আরও একজন। শুক্রবার (২৬ ফ্রেবরুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন

মন্তব্যসমূহ (০)


Lost Password