পানির অপচয় করলে ৫ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা

পানির অপচয় করলে ৫ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা
MostPlay

পানির অপচয় করলে ভারতে ৫ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। নজিরবিহীন এ সিদ্ধান্ত নিল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি (‌সিজিডব্লিউএ)‌।জানাল, ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহার এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

রাজেন্দ্র ত্যাগী বনাম ভারত সরকারের একটি মামলায় ২০১৯–এর ১৫ অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল যে নির্দেশ দিয়েছিল, তা মাথায় রেখে পরিবেশ সুরক্ষা আইনের ৫ নম্বর ধারায় নোটিশ জারি করেছে সিজিডব্লিউএ।ওই মামলায় আবেদনকারীর দাবি ছিল, জল নষ্ট করা বা তার অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখতে হবে। 

জলশক্তি মন্ত্রণালয়ের আওতায় সিজিডব্লিউএ দপ্তরের নির্দেশে বলা হয়েছে, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জল বোর্ড, জল নিগম, ওয়াটার ওয়ার্ক্স ডিপার্টমেন্ট, পুরসভা বা পুরনিগম বা পঞ্চায়েতের কাজ হবে, কোথাও ভূগর্ভস্থ বা পানীয় জলের অপব্যবহার হচ্ছে কিনা বা নষ্ট করা হচ্ছে কিনা, তা নজরে রাখা। আর নির্দেশ লঙ্ঘন হলে যথাযথ পদক্ষেপ করা।’‌ 

গ্রিন ট্রাইবুন্যালে রাজেন্দ্র ত্যাগীর হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী আকাশ বশিষ্ঠ।তিনি বলেন, ভূগর্ভস্থ ও পানীয় জল নষ্ট করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে এক লাখ টাকা পর্যন্ত বা একসঙ্গে দুটোই। এরপরেও যদি অপরাধী নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে প্রতিদিন ৫ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password