বেল্টের মধ্যে ২ কোটি টাকার স্বর্ণ

বেল্টের মধ্যে ২ কোটি টাকার স্বর্ণ
MostPlay

দুই পাচারকারীর কোমরের বেল্ট থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। রোববার বিকালে ঢাকা থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে র‌্যাব-৬ এর সদস্যরা এসব স্বর্ণ উদ্ধার করেন। 

খুলনার দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন র‌্যাবের কর্মকর্তারা। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুব-উল-আলম। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার শামীম হোসেন এবং যশোরের হুমায়ুন কবির মিরাজ।

মো. মাহবুব-উল-আলম জানান, শনিবার রাতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে (সাতক্ষীরা এক্সপ্রেস)  বিপুল স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদ আসে র‌্যাবের কাছে। যার ফলে র‌্যাবের একটি টিম রাত ৩টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের যশোর কোতোয়ালি থানাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে। 

রাত সাড়ে ৪টার দিকে বাসটি চেকপোস্টে থামানো হলে কৌশলে দুইজন যাত্রী পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সন্দেহভাজনদের আটক করে। তাদের শরীর তল্লাশি করে কোমরের বেল্টের ভেতরে অত্যাধুনিক উপায়ে লুকিয়ে থাকা ৩২টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। প্রত্যেকের কোমরে ১৬টি করে বিস্কুট ছিল। উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক ২ কোটি টাকা। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণপাচার করার অপরাধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password