ভেজালবিরোধী অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজালবিরোধী অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা
MostPlay

ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ১৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

এছাড়াও রাজধানীর বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয়। একই সঙ্গে ভোজ্যতেল,চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি ও ইট পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২২ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password