সুদানে বিমান দুর্ঘটনায় নিহত ১০

সুদানে বিমান দুর্ঘটনায় নিহত ১০
MostPlay

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওই বিমানের দুই পাইলটও রয়েছেন। বিমানটি দক্ষিণ সুদানের জংলেই রাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। রাজ্যের গভর্নর এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে পিয়েরে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বাণিজ্যিক বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। বিমানটি রাজধানী জুবা থেকে পিয়েরেতে গিয়েছিল এবং পুনরায় জুবাতে ফিরে আসার উদ্দেশে যাত্রা করেছিল।

বিমান দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪ জন আরোহী ছিল।এক সংবাদ সম্মেলনে গভর্নর ডেনাই জক চাগর বলেন, সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের এইচকে-৪২৭৪ বিমান বিধ্বস্তের খবর একটি বড় ধাক্কা এবং ভয়াবহ।

তিনি বলেন, দুই পাইলটসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের পরিচালক আয়ি দুয়াং আয়ি বলেন, ওই ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত নয়।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই বিমানে ১১ জন আরোহী ছিল। এই ঘটনা তদন্তে একটি টিম মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিমানটি পিয়েরে থেকে ঠিকভাবেই যাত্রা করেছিল এবং এটি ভালোভাবেই অবতরণ করে। কিন্তু বিমানবন্দর থেকে জুবায় ফিরে আসার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password