বোয়ালখালীতে এনজিও’র নামে প্রতারণা, নারীসহ আটক ২

বোয়ালখালীতে এনজিও’র নামে প্রতারণা, নারীসহ আটক ২
MostPlay

চট্টগ্রামের বোয়ালখালীতে এনজিও’র নামে প্রতারণা করার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

১৩ জানুয়ারি (বুধবার) রাতে তাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সরোয়াতলীর ইউনিয়নের মৃত সমর দাশগুপ্তের ছেলে সজল দাশগুপ্ত ও একই ইউনিয়নের লিটন চৌধুরীর স্ত্রী মুক্তা চৌধুরীকে আটক করা হয়। থানায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

বোয়ালখালী থানার (ওসি) মো. আবদুল করিম জানান,গ্রেপ্তারকৃত সজল দাশগুপ্ত (৪৫) এবং মুক্তা চৌধুরী (৩০) নিজেদের এলিন নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এনজিও কর্মী পরিচয়ে টাকা তোলার সময় স্থানীয় জনগণ এক পুরুষ ও এক মহিলাকে আটক করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এনজিওর প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password