ছয় দিন পর আরব সাগর থেকে উদ্ধার করা হলো ইদ্রিছের লাশ

ছয় দিন পর আরব সাগর থেকে উদ্ধার করা  হলো ইদ্রিছের লাশ
MostPlay

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়েছিলেন। নিখোঁজের ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।

নিহত ব্যক্তির নাম মো. ইদ্রিছ (৪০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আফজলের পাড়ার আহমদ জলিলের একমাত্র ছেলে। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার। ইদ্রিছের স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

ইদ্রিছের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় , এক বছর আগে ইদ্রিছ জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। গত শনিবার নিজে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলেন। তাঁর এক সহকর্মীও গাড়িতে ছিলেন। পথে জমে থাকা বৃষ্টির পানিতে গাড়িটি উল্টে ভেসে যাচ্ছিল।

সে সময় গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ। অন্যজন গাড়িতেই ভেসে যাওয়ার সময় স্থানীয় লোকজন উদ্ধার করেন। তবে ইদ্রিছ আর মাটি ছুঁতে পারেননি। তিনি ভেসে সাগরে চলে যান। ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password