কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ মিলন মেলায় রুপ নেয়

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ মিলন মেলায় রুপ নেয়
MostPlay

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সকল দ্বিধা দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা মর্যাদাবান। তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগেকে শক্তিশালী করতে হবে। নেতা-কর্মীদের আপন করে নিতে হবে। দলের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। খোলা মাঠে গণতান্ত্রিক পন্থায় দলের কমিটি গঠন করা হবে। দলের ত্যাগি নেতা-কর্মীদের মূল্যায়ন না করলে কেউ আগামী কমিটিতে থাকতে পারবে না। 

নির্বাচন উত্তর কিভাবে আপনাদের মূল্যায়ন করতে হয় আমি তার প্রমাণ করে দেব। কেশবপুরে আমরা ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, উন্নয়ন করবো এবং জনগণের কল্যাণে কাজ করবো।  উন্নয়নের কান্ডারী হলেন শেখ হাসিনা। আগামী ২৯ শে মার্চ নৌকা বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাবেক সভানেত্রী রেবা ভৌমিক, যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা শহিদুজ্জামান শাহিন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিএম হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, আওয়ামী লীগনেতা এ্যাড. হুসাইন ইসলাম, মহব্বত হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, আওয়ামী লীগনেতা ইব্রাহীম হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,  ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আযাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খাঁন মুকুল প্রমুখ।
  
বর্ধিত সভায়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মাহামুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদাত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়র নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ইতি রাণী দে, সাংগঠনিক সম্পাদিকা ইউপি রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password