আপাতত পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ: পাপন

আপাতত পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ: পাপন
MostPlay

স্পোর্টস আপডেট ডেস্ক- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশ আপাতত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে না। কিন্তু ক্রিকেটার ও স্টাফরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছেন। যদিও সেখানে খেলতে যাওয়া না যাওয়া নির্ভর করবে খেলোয়াড়, স্টাফ ও সরকারি সংকেতের উপর।’

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নাজমুল হাসান বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আশা করি তারা (পিসিবি) আমাদের সুবিধা-অসুবিধা বুঝবে।’

আগে থাকতেই বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফ নিরাপত্তাজনিত কারণে এই সফর নিয়ে অনাগ্রহী ছিলেন। তারা পাকিস্তানে না যেতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সফরটি ছোট হলে সেখানে যেতে তাদের আপত্তি নেই, ‘কোচিং স্টাফের বেশির ভাগই যেতে চাচ্ছে না। অল্পকজন বলেছে ছোট ট্যুর হলে তারা যেতে রাজি। এ অবস্থায় কী করে লম্বা সফরে যাই।’

কোচিং স্টাফের পাশাপাশি দলের অনেক খেলোয়াড়ও নাকি খেলতে যেতে চাইছেন না এই সফরে। তাদের কথাগুলোও তুলে এনেছেন নাজমুল হাসান, ‘খেলোয়াড়দের অনেকেই যেতে চাইছে না। তাদের সমস্যা না থাকলেও পরিবারের সমস্যা আছে। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে। তাই সেখানে টেস্ট খেলতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password