ভিপি নুরকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

ভিপি নুরকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
MostPlay

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তাঁর সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুর।

আজ বুধবার রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন ভিপি। শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা এই বিষয় নিশ্চিত করেছেন। গত সোমবার মধ্যরাত থেকে নুরসহ তাঁর সংগঠনের ৪০-৪৫ নেতার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়।

জিডিতে ‘হুমকি দেওয়া’ মুঠোফোন নম্বরটি উল্লেখ করে নুরুল হক বলেন, ‘এর আগেও আমি ডাকসু ভবনসহ দেশের বিভিন্ন জায়গায় ১১ বার হামলার শিকার হয়েছি। এমন অবস্থায় আমি আমার প্রাণনাশের হুমকি অনুভব করছি এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’

এদিকে জিডির বিষয়টি নিশ্চিত করে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মীর মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমরা বরাবরের মতোই নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আলোচিত এই ছাত্রনেতা  বলেন, ‘ইতিপূর্বে আমার ওপর যারা হামলা করেছে তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এসব হামলায় তাদের কোনো বিচার হয়নি। এখন আমাকে দেয়া হত্যার হুমকির সাথে সরকার দলের যোগসাজশ থাকতে পারে বলে আমি মনে করি।’

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আলোচনায় আসা নুরুল হক নুর সপ্তাহখানেক আগে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। মানুষের অধিকার আদায়কে প্রাধান্য দিয়ে দল গড়বেন বলে একটি ভিডিও বার্তা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক দলগুলো নীতি-আদর্শের কথা বলে, কিন্তু তাদের গঠনতন্ত্রে যা বলা আছে তার বেশির ভাগ অনুসরণ করে না। আদর্শের বিষয়ে অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বা গণতন্ত্র বললেও বাস্তবে তা নেই। এ ক্ষেত্রে আমরা সময়ের সঙ্গে মানুষের যে চাহিদা সেটা ধারণ করব। মূল লক্ষ্য-উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ও বাহাত্তরের সংবিধান।’

নুর বলেন, ‘প্রথাগত রাজনীতি বা রাজনৈতিক ধারার বিপরীতে নতুন কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের নিয়ে উপদেষ্টা প্যানেল থাকবে। তবে দলের নেতৃত্বে থাকবেন ৫০ বছরের কম বয়সীরা।’ দলের নাম কী হবে, তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password