কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় নির্যাতন, গ্রেফতার ১

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় নির্যাতন, গ্রেফতার ১
MostPlay

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ঢাকার ধামরাইয়ে এক মুক্তিযোদ্ধার ছেলেকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে নির্যাতনের অভিযোগে স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের এক এনজিওর মালিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে তাকে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ধামরাইর পটল এলাকায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল মিয়া স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের একটি এনজিও থেকে কয়েক হাজার টাকা রিন নেন গত কয়েক মাস আগে। পরে গতকাল কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মালিক মতিউর রহমান (৪৮) ওই মুক্তিযোদ্ধার ছেলেকে ধামরাইর গণকপাড়া এলাকায় নিয়ে একটি ঘরের মধ্যে আটকিয়ে রেখে নির্যাতন করে। পরে খবর পেয়ে এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যায়। পরে নির্যাতনের শিকার ওই ব্যক্তি স্বর্নিভর মাল্টিমিয়ার চেয়ারম্যান মতিউর রহমানকে প্রধান আসামী করে ধামরাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ আজ সকালে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ধামরাইর বিভিন্ন এলাকায় কিস্তির টাকার জন্য অনেক মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে। আটক এনজিওর মালিককে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা

মন্তব্যসমূহ (০)


Lost Password