যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি
MostPlay
করোনা নিয়ে গুজবের অভিযোগে ১৩টি মামলা ও ২১ জনকে গ্রেপ্তার: নজরদারিতে শতাধিক অ্যাকাউন্ট বাংলাদেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক। ফলে করোনার ঝুঁকিতে রয়েছে দেশের অন্তত পাঁচটি এলাকা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো- রাজধানী মিরপুরের টোলারবাগ, বাসাবো এবং ঢাকার বাইরের জেলা মাদারীপুর, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা। আজ রোববার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ জন। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৬৫ হাজার ৬০০ জন মানুষ

মন্তব্যসমূহ (০)


Lost Password